স্বামী হত্যার দায়ে ইরানে এই সপ্তাহে এক দিনের ব্যবধানে ৩ জন নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) একটি এনজিও এমন তথ্য জানিয়েছে। খবর এএফপির।
নরওয়ে ভিত্তিক একটি এনজিও জানায়, ২৭ জুলাই ইরানে স্বামী হত্যার দায়ে ৩ নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তারা তিনজনই তাদের স্বামীদের হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন বলে জানা যায়।
এনজিও কর্মীরা বলছেন, অপ্রাপ্ত বয়সে বিয়ে, অথবা অত্যাচারের শিকার হওয়ার কারণে নারীরা তাদের স্বামীদের হত্যা করছেন।
এনজিও কর্মীরা আরও বলছেন, ইরানের প্রচলিত আইনগুলো নারী বিদ্বেষী হওয়ায় তারা তালাক নিতে পারেন না। এমনকি পারিবারিক সহিংসতা এবং নির্যাতনের ক্ষেত্রেও তাদের চুপ থাকতে হয়। ফলে বাড়ছে হত্যার মত ঘটনা।
এটিএম/
Leave a reply