সিরাজগঞ্জ মহাসড়কে থ্রি হুইলার ও মোটরসাইকেলের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা

|

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সম্প্রতি সিরাজগঞ্জের মহাসড়কে দুর্ঘটনার প্রবণতা বেড়েছে। দেড় মাসে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক থেকে বনপাড়া মহাসড়ক এলাকায় প্রাণ হারিয়েছে অন্তত ২০ জন। এসব দুর্ঘটনার জন্য মহাসড়কে থ্রি হুইলার আর মোটরসাইকেল চালকদের দায়ী করছেন সংশ্লিষ্টরা। আন্ডারপাসের অভাবেও দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে যানবাহনের চাপ থাকে। উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলায় যোগাযোগের জন্য ব্যবহৃত হয় ব্যস্ততম এই সড়ক। যানবাহনের চাপ, চলমান নির্মাণকাজ ও কয়েকটি লিংক রোডের কারণে এই সড়কে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনার জন্য মহাসড়কে নিষিদ্ধ থ্রি হুইলার চলাচলকে দায়ী করছেন গাড়ি চালকরা। একইসাথে দুষছেন মোটরসাইকেল আরোহীদেরও।

এদিকে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক আলী বলেন, মোটরসাইকেল বা থ্রি হুইলার যদি মহাসড়কে ওঠে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। প্রতিদিনই আমরা আইনগত পদেক্ষপ নিচ্ছি।

সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর মো. সালেকুজ্জামান বলেন, ট্রাফিকের চোখ ফাঁকি দিয়ে অনেক সময় মহাসড়কে থ্রি হুইলারগুলো উঠে পড়ছে। তাছাড়া আন্ডারবাইপাসের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন তিনি। ট্রাফিক আইন মেনে যানবাহন চালালে দুর্ঘটনা কমবে বলে বিশ্বাস সড়ক সংশ্লিষ্টদের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply