ফরিদপুর প্রতিনিধি:
সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, দেশের জনগণের সম্পদ লুটপাট করে ক্ষমতাসীন দলের নেতারা বিদেশে অর্থপাচার করেছেন, বেগম পাড়ায় বাড়ি করেছেন, দেশের টাকায় বিদেশে নিরাপদ আশ্রয় গড়ে তুলেছেন। তাদেরকে আর সেই সুযোগ দেয়া হবে না। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে এদেশে আর কোনো জাতীয় নির্বাচন হতে দেবো না।
দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রেবাবার (৩১ জুলাই) দুপুরে ফরিদপুরের মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরকতউল্লাহ বুলু এ কথা বলেন। ফরিদপুর প্রেসক্লাব চত্বরে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন, জনগণের সম্পদ লুটপাটের প্রতিটি হিসাব শেখ হাসিনাকে দিতে হবে। ঘরে ঘরে চাকরি দেবেন বলেছিলেন, অথচ আজ মানুষ খাবার পায় না। একের পর এক বিদ্যুৎ কেন্দ্র তৈরির
নামে দেশে সীমাহীন লুটপাট করা হয়েছে। তিনি বলেন, এই সরকারকে টেনেহিঁচড়ে নামাতে হবে। এই মাটিতে গণতন্ত্রকে কায়েম করতে হবে।
সমাবেশে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মিথ্যা মামলায় কারাবন্দি। দেশকে আজ এই দুর্বিষহ সঙ্কট থেকে বাঁচাতে হলে সবার আগে গৃহবন্দি বেগম খালেদা
জিয়াকে মুক্ত করতে হবে।
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল তার বক্তব্যে বলেন, একদিকে গণতন্ত্র, মানবতা, মানবাধিকার, আইনের শাসন হরণ করেছেন, অন্যদিকে বাংলাদেশের মেহনতি মানুষের ঘাম এবং শ্রমের টাকায় আপনারা একেকজন আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছেন। রাতের আঁধারে ভোট চোরের সরকার জনগণের সম্পদ লুট করে দেশটাকে
সয়লাব করে দিয়েছে।
সমাবেশে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আজম খান, কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ন আহ্বায়ক গোলাম রব্বানী ভুঁইয়া রতন, সদস্য রাশিদুল ইসলাম লিটন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন প্রমুখ।
/এডব্লিউ
Leave a reply