পরিমাণে কম দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানীর সোহরাব ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ভোক্তা অধিদফতরে শুনানি শেষে কল্যাণপুরের সোহরাব ফিলিং স্টেশনকে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিদফতরের মহাপরিচালক সফিকুজ্জামান বলেন, শুনানিতে মাপে তেল কম দেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগ জানাতে না পারায় তখন দায়িত্বপালনকারী ভোক্তা অধিদফতরের এক কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।
এই কর্মকর্তা জানান, সারাদেশে পেট্রোল পাম্প মনিটরের নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগ জানানোর জন্য শেখ ইশতিয়াক আহমেদকে ধন্যবাদ জানান তিনি। বলেন, ইশতিয়াক আহমেদ জরিমানা থেকে ২৫ হাজার টাকা পাবেন।
‘সঠিক পরিমাণে তেল চাই’ প্ল্যাকার্ড নিয়ে গত ১ আগস্ট কল্যাণপুরে ফিলিং স্টেশনটির সামনে অবস্থান নেন ইশতিয়াক আহমেদ।
/এমএন
Leave a reply