দাম বাড়ছে ছোট ফ্ল‍্যাটের

|

প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে ছোটফ্ল্যাটের নিবন্ধন বাড়ানোর প্রস্তাব করায় দাম বাড়ছে ছোট ফ্লাটের (১ থেকে ১১০০ বর্গফুট)। অপরদিকে কমছে মাঝারি (১১০১ থেকে ১৬০০ বর্গফুট) ফ্ল্যাটের দাম।।

বর্তমানে ১ থেকে ১১০০ বর্গফুট পর্যন্ত ফ্ল্যাট নিবন্ধনে ১ দশমিক ৫ শতাংশ ভ্যাট রয়েছে। আর ১১০১ থেকে ১৬০০ বর্গফুট পর্যন্ত ফ্ল্যাট নিবন্ধনে ভ্যাটের হার রয়েছে ২ দশমিক ৫ শতাংশ। তবে আগামী অর্থ বছরে এই দুই ধরনের ফ্ল্যাটের নিবন্ধনে ২ শতাংশ হারে ভ্যাট নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। এতে করে ১ থেকে ১৬০০ ফুট পর্যন্ত সবাইকে ফ্লাট নিবন্ধনে ২ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। থাকছে না ১১০১ থেকে ১৬০০ বর্গফুট ফ্লাট নিবন্ধনের ব্যবস্থা।

এদিকে বড় ফ্ল্যাট (১৬০১ থেকে বেশি) নিবন্ধনের ভ্যাট হার ৪ দশমিক ৫ শতাংশ অপরিবর্তিত থাকছে। অপরদিকে যারা পুরনো ফ্ল্যাট কিনবেন তাদেরও খরচ বাড়তে পারে। কারণ নতুন অর্থবছরে পুরনো ফ্ল্যাট পুনঃনিবন্ধনে ২ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply