হাসান মাহমুদের জোড়া শিকারের পর মিরাজের আঘাত

|

ছবি: সংগৃহীত

সিরিজ বাঁচানোর লড়াইয়ে শুরুতেই টাইগারদের দারুণ সাফল্য উপহার দিলেন তরুণ পেসার হাসান মাহমুদ। জোড়া আঘাতে জিম্বাবুয়ে টপ অর্ডারের দুই ব্যাটারকে ফিরিয়ে দিয়ে ২৯১ রানের লক্ষ্যকে আরও দুরূহ বানিয়ে ছেড়েছেন এই স্ট্রাইক বোলার। এরপর মেহেদী মিরাজের উইকেটপ্রাপ্তিতে শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেটে ২৭ রান।

এক বছরেরও বেশি সময় পর ওয়ানডেতে ফিরে ইনিংসের তৃতীয় বলেই অফস্ট্যাম্প করিডোরে দারুণ ডেলিভারিতে হাসান মাহমুদ ফিরিয়ে দিয়েছেন তাকুদোয়ানাশে কাইতানোকে। একইভাবে তিনি সাজঘরে ফিরিয়েছেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়াকে। এরপর ওয়েসলি মাধেভেরেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে বাংলাদেশকে ম্যাচে জোরেশোরে ফেভারিট বানিয়ে দিয়েছেন মেহেদী মিরাজ।

এর আগে, ব্যাটিং ইউনিটের সবারই ছোট-বড় অবদানে স্বাগতিকদের বিরুদ্ধে লড়ার জন্য ২৯০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে টাইগাররা; যাতে ছিল মাহমুদউল্লাহ ও তামিম ইকবালের অর্ধশতক। মাহমুদউল্লাহ অপরাজিত ৮০, তামিম ইকবাল ৫০, আফিফ ৪১ ও নাজমুল শান্ত করেছেন ৩৮ রান।

আরও পড়ুন: বাইসাইকেল কিকে আবারও রেকর্ড বইয়ে মেসি

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply