ব্রাজিলে মাদক পাচারসহ বিভিন্ন ইস্যুতে আকস্মিক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার রিও ডি জেনেরিও’র বিভিন্ন অঞ্চলে অভিযান চালানো হয়।
প্রশাসন জানান, বিশেষ এ অভিযানে যোগ দেয় সেনাবাহিনী এবং পুলিশের অন্তত ৫ হাজার সদস্য। রিও ডি জেনেরিওতে সন্ত্রাসীদের কার্যক্রম বাড়ায় গেলো ফেব্রুয়ারি থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয় শহর জুড়ে। এলাকাগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেয়ার পর এটি অন্যতম বড় অভিযান বলে উল্লেখ করা হয়।
কর্তৃপক্ষ জানায়, দেশটিতে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠি গড়ে তুলছে সাবেক পুলিশ কর্মকর্তারা। এতে বাড়ছে মাদক পাচারসহ নানা অপরাধ। প্রতিনিয়ত ঘটছে নিরাপত্তা বাহিনীর সাথে পাচারকারীদের বন্দুক যুদ্ধ।
Leave a reply