বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের শনাক্তে কমিশন গঠন করা হবে: আইনমন্ত্রী

|

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু হত্যার পেছনে কারা জড়িত ছিলো তা খুঁজে বের করতে চলতি বছরে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এরইমধ্যে কমিশন গঠনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) সকালে শ্রম আদালতে বিচারাধীন মামলা বিষয়ক এক কর্মশালায় এই কথা জানান তিনি। এ সময় আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর যেসব খুনিদের অবস্থান জানা গেছে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এসব খুনিরা যে দেশে অবস্থান করছে তারাও সহযোগিতা করছে বলেও জানান তিনি।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক জানান, শ্রম আদালতের মামলা দ্রুত নিষ্পত্তিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। দেশে বর্তমানে ১০টি শ্রম আদালতের কার্যক্রম চলছে। এছাড়াও দ্রুত আরও ৩টি আদালত চালু হবে বলে জানান তিনি। আইনমন্ত্রী বলেন, শ্রম আদালতে ২৫ হাজার ৮১টি মামলা চলমান রয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: বাংলাদেশের মানুষ না, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা বেহেশতে আছেন: রিজভী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply