গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি যাত্রীবাহী বগি উল্টে গেছে। এতে ঢাকার সাথে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (১৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে দ্রতযান এক্সপ্রেসের তিনটি বগি উল্টে যাওয়ার ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রতযান এক্সপ্রেসের তিনটি বগি উল্টে গিয়ে লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন: খাগড়াছড়ির সেই অভাবতাড়িত মায়ের হাতে এক লাখ টাকা তুলে দিলো জেলা প্রশাসন
জেডআই/
Leave a reply