বাংলাদেশে বাল্যবিবাহ নিরসনের আহ্বান জানিয়ে দশ লাখ গণস্বাক্ষর হস্তান্তর করা হয়েছে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরার কাছে। এই আয়োজনে যুক্ত ছিলেন ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মিশন ডিরেক্টর ক্যাথরিন ডি স্টিভেনস।
শনিবার (২০ আগস্ট) হস্তান্তরের সময় গণস্বাক্ষরের তাৎপর্য তুলে ধরেন ডি স্টিভেনস। বলেন, বাংলাদেশ সরকার এবং তাদের অন্যান্য অংশীদারদের সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সবাই মিলে এমন একটি দেশ গড়ে তোলা হবে সেখানে শিশুরা মেধা ও দক্ষতা বিকাশের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। এ সময় প্রতিমন্ত্রীর সাথে ইউএসআইডির উজ্জীবন প্রকল্প দ্বারা তৈরি ডিজিটাল লাইব্রেরির বিষয়ে আলোচনা করা হয়।
/এমএন
Leave a reply