উত্তরায় প্রাইভেটকারে গার্ডার: ১০ জনের নামে হত্যা মামলা

|

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহতের ঘটনায় ১০ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার (২১ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে মামলা করেন নিহত আইয়ুব হোসেন রুবেলের প্রথম স্ত্রী শাহিদা খানম।

এদিন বিকেলে বিচারক মামলাটি তদন্ত করে উত্তরা পশ্চিম থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী জানান, মামলায় আইএফএসসিওএন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার হোসেন ও হেড অব অপারেশনস আজহারুল ইসলাম মিঠু, সিজিজিসির প্রকিউরমেন্ট ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম, সেফটি ইঞ্জিনিয়ার জুলফিকার আলী শাহ, ক্রেন চালক আলামিন হোসেন, হেলপার রাকিব হোসেন, ইফতেখার হোসেন, তোফাজ্জল হোসেন তুষার, রুহুল আমীন মৃধা, রুবেল ও আফরোজ মিয়াকে বাদী করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তারা বিভিন্ন মেয়াদে রিমান্ডে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply