জ্বালানি সাশ্রয় ও ট্রাফিক জ্যাম রোধে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি সব অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। একই সঙ্গে স্কুল সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে।
সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, আমনের সেচ নিশ্চিত করতে ১৫ দিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিরবচ্ছিন্ন রাখা হবে পল্লী বিদ্যুতের সরবরাহ।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানিয়েছেন, বৈদ্যুতিক বাতির খরচ কমাতে সরকারি অফিসে যথাসম্ভব পর্দা খুলে রাখতে হবে। একই সঙ্গে এসির ব্যবহার কমিয়ে আনতে হবে।
ইউএইচ/
Leave a reply