বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক শফিকুর রহমান মুন্না আর নেই। প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।
শফিকুর রহমান মুন্না স্বাধীনতার পর ঢাকার ক্লাব ক্রিকেটকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি বিসিবি’র গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান ছিলেন। শফিকুর রহমান মুন্নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে থাকবে পাকিস্তানি সেনাবাহিনী
জেডআই/
Leave a reply