ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভুঁইয়া পরিচালনা পর্ষদের সাথে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) তিনি সংস্থাটির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। ১৩ মাস আগে যোগদানের পর স্বাধীনভাবে কাজ করতে পারেননি বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তারিক আমিন ভুঁইয়া।
অস্ট্রেলিয়াপ্রবাসী তারিক আমিন ভূঁইয়া গত বছরের ২৫ জুলাই ডিএসইর এমডি হিসেবে যোগ দেন। তিনি ছিলেন প্রযুক্তি খাতের একজন বিশেষজ্ঞ। তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ইউএইচ/
Leave a reply