ইংলিশ লিগের নতুন মৌসুমটা খুব বাজেভাবে শুরু করেছে লিভারপুল। তিন রাউন্ডে জয় বিহীন দলটি এখন টেবিলের ১৬ নম্বরে। ইয়ুর্গেন ক্লপের দল ফর্মে ফিরবে, এক্সপার্টদের ধারণা এমনই। তবে ইনজুরি আর মানে ও মিনামিনোর ক্লাব ছাড়াটা ভোগাচ্ছে লিভারপুলকে। অন্যদিকে, ব্রেন্টফোর্ডের কাছে হারের পর ফুটবলারদের ছুটি বাতিল করা, বড় নামগুলোকে বেঞ্চে বসিয়ে রাখার সাহসী সিদ্ধান্ত নিয়ে দলকে ছন্দে ফিরিয়েছেন ম্যানইউ কোচ টেন হ্যাগ, এমন দাবি গণমাধ্যমের।
অনবদ্য স্কোয়াড, ঐতিহ্য, বিশ্বের অন্যতম সেরা ফ্যান বেস। সবকিছু মিলে বিশ্বের সেরা ক্লাবগুলোর মধ্যে একটি লিভারপুল। বিশেষ করে ইয়ুর্গেন ক্লপের অধীনে ক্লাবটির পারফরমেন্স পাথেয় হয়েছে অনেকের জন্য। গেগেনপ্রেসিংয়ের মাধ্যমে হার্ড মেটাল তালে মুহুর্মুহু আক্রমণ শানানো, হাই ডিফেন্স লাইনের সাথে আলিসন বেকারের সুইপার কিপিং যেন লিভারপুলের খেলার আকর্ষণীয় বৈশিষ্ট্য। কিন্তু সেই লিভারপুল নতুন মৌসুমে যেন একেবারেই অচেনা। ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে গতি আর ক্ষিপ্রতায় পরাস্থ হয়ে ২-১ গোলে হেরেছে অলরেডরা। সেই সাথে ক্রিস্টাল প্যালেস ও ফুলহ্যামের সাথে ড্র করে তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে টেবিলে ১৬ নম্বরে লিভারপুল। ক্লপ শিষ্যদের ছন্দপতন ঘটেছে; মাত্র ৩ রাউন্ড শেষেই এমন মন্তব্য হয়তো বেশি তাড়াহুড়ো হয়ে যেতেই পারে। তবে প্রিমিয়ার লিগে যেখানে ৯১ পয়েন্ট পেয়েও শিরোপা থেকে দূরে থাকতে হয় ১ পয়েন্টের জন্য, সেখানে প্রথম ৩ ম্যাচেই ৬ পয়েন্ট হারিয়ে ফেলা অলরেডদের ভোগাবে না, এমন ভাবনার অবকাশ কম। এখান থেকে খুঁজে বের করা যায় কিছু সমস্যা।
প্রথমেই আসবে ইনজুরি। এই মৌসুমের শুরু থেকেই চোট জেকে ধরেছে অলরেডদের। মাঝমাঠের প্রাণ থিয়াগো আলকান্তারা, অক্সলেড চেম্বারলিন, ডিয়েগো জটা, জো মাতিপসহ ৮ ফুটবলার ইনজুরিতে। সেই সাথে অসুস্থ নাবি কেইটা। স্কোয়াডের ৯ ফুটবলারের অনুপস্থিত ভোগাচ্ছে লিভারপুলকে।
দ্বিতীয় সমস্যা ট্রান্সফার। এই মৌসুমে ডারউইন নুনেজ, ফেভিও কারভালহোর মতো তরুণ প্রতিভারা দলে যোগ দিলেও দল ছেড়েছেন পরীক্ষিত তিন ফরোয়ার্ড। গোল মেশিন সাদিও মানে ও মিনামিনোর অলরেড জার্সি বদলানোটা বড় ক্ষতি হিসেবেই এখন প্রতীয়মান হচ্ছে। সেই সাথে, সুপার সাব ডিভোক অরিগিও যোগ দিয়েছেন এসি মিলানে। ক্লপের অধীনে দলটির সাফল্যের অন্যতম কারণ ধরা হতো শক্তিশালি রিজার্ভ বেঞ্চ; মৌসুমের শুরুতে সেই শক্তি হারিয়েছে লিভারপুল।
অন্যদিকে, গেল ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে লিভারপুলকে হারিয়ে আগের দুই ম্যাচের হারকে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিশেষ করে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হারের লজ্জা কোনোভাবেই মানতে পারেননি টেন হ্যাগ। হারের পরদিনই শিষ্যদের সাড়ে ৮ কিলোমিটার দৌড়ের সাজা দেন কোচ। তবে শক্তিতে ফুটবলারদের সাথে সামিল হয়েই নাকি ফুটবলারদের ইউনাইটেড করতে পেরেছেন এই ডাচ কোচ। সাথে, ক্যাসেমিরোর যোগ দেয়াটাও উজ্জীবিত করে থাকতে পারে রেড ডেভিলদের। ইউরোপা লিগে খেলার বাস্তবতার সামনে যে দল, সেখানে ৫টি চ্যাম্পিয়নস লিগ জয়ী ক্যাসেমিরোর যোগ দেয়া জানান দেয়, ইউনাইটেড কোনো নিচু সারির ক্লাব নয়। শুরুতে হোঁচট খেলেও ওল্ড ট্রাফোর্ডে লিভারপুল ম্যাচে রেড ডেভিলরা ইঙ্গিত দিয়েছে, টেন হ্যাগের ম্যানইউ হয়তো এমনই খেলবে।
/এম ই
Leave a reply