দৈনিক তিনশ টাকা মজুরির দাবিতে চলা চা শ্রমিকদের কর্মবিরতি ১৬ তম দিনে গড়িয়েছে। মৌলভীবাজারে বেশিরভাগ বাগানে পাতা তোলা চললেও বিপরীত চিত্র সিলেট আর হবিগঞ্জে।
সিলেটের বেশিরভাগ চা বাগানে উৎপাদন বন্ধ। বাগানের বিভিন্ন স্থানে দলে দলে ভাগ হয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। এর আগে গতকাল চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে বৈঠক শেষে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা করেন পঞ্চায়েত প্রতিনিধিরা। তাদের সাথে তিনশ টাকা মজুরির দাবিতে একমত পোষণ করেন ইউনিয়নের নেতারাও।
এদিকে, হবিগঞ্জের ২৪টি বাগানের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
/এমএন
Leave a reply