যুদ্ধের মধ্যেই ইউক্রেনে শুরু হচ্ছে ফুটবল, হঠাৎ বোমা হামলায় সতর্কতামূলক ব্যবস্থা

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার আগ্রাসনের পর থেকেই থমকে গিয়েছিলো ইউক্রেনীয় ফুটবল। স্থগিত হয়ে গিয়েছিলো সকল লিগ। কিন্তু ফুটবল যে একটা নেশা, একটা ভালোবাসা। তাইতো যুদ্ধের আতঙ্ক মাথায় নিয়েই ইউক্রেনের ফুটবলাররা নেমেছেন খেলার মাঠে। শুরু হয়েছে ইউক্রেন প্রিমিয়ার ফুটবল লিগ।

আর শুরুর দিনেই দেশের পতাকা গাঁয়ে জড়িয়ে মাঠে নামেন ফুটবলাররা। যুদ্ধে অংশগ্রহণ করা শাখতার দোনেৎস্কের সাবেক ফুটবলার ইয়ারোস্লাভ গোলিককে উদ্বোধনী ম্যাচের প্রথম কিকটি করতে দেয়া হয়। দেশের জন্য যুদ্ধে অংশ নেয়া সকল সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানায় ফুটবলাররা।

ইয়ারোস্লাভ গোলিক বলেছেন, ফুটবল আমাদের একটি ভাষা। রাশিয়ার আগ্রাসন আমাদের জীবনকে থামিয়ে দিতে পারবে না। ফুটবল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা তুলে ধরতে পারি ইউক্রেনের অবস্থা।

তবে এখনো আতঙ্কিত ইউক্রেনের মানুষ। নিরাপত্তাজনিত কারণে দর্শকশূন্য স্টেডিয়ামেই গড়াচ্ছে এবারের প্রিমিয়ার লিগ। সেই সাথে হঠাৎ বোমা হামলা হলে খেলোয়াড়দের সতর্ক করে দেয়ার জন্য বাজানো হয় সাইরেন। যুদ্ধের আতঙ্কের মধ্যে এমন ফুটবল লিগ আয়োজন নজিরবিহীন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply