বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোট’র হরতাল

|

জ্বালানি তেল ও ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি এবং পরিবহন ভাড়া বৃদ্ধি ও লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) সারা দেশে আধা বেলা (৬-১২টা) হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

এই অর্ধদিবস হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

তারা বলেন, ডিজেল, কেরোসিন, পেট্রল, অকটেনের এবং ইউরিয়া সারের যে দাম বৃদ্ধি করা হয়েছে এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও পরিবহনে ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের জীবনকে অতিষ্ট করে তুলছে।

বুধবার (২৪ আগস্ট) সিপিবি কার্যালয়ের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, উপস্থিত ছিলেন সিপিবির সভাপিতি মো. শাহ আলম, জোটের সাবেক সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার, বজলুর রশিদ ফিরোজ, সিপিবি নেতা ডা. বজলুর রহমান, বাসদ মার্কবাদী নেতা মানস নন্দি, সিপিবির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির ঘোষ প্রমুখ।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply