জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে করা ৫ দুর্নীতি মামলার কার্যক্রম বাতিল

|

স্পিকার থাকা অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে কেনাকাটা সংক্রান্ত ৫টি দুর্নীতির মামলার কার্যক্রম বাতিল করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার। এর আগে, জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন বিষয়ে অর্থ বরাদ্দের অভিযোগে জমির উদ্দিন সরকারসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালে পাঁচটি মামলা করে দুদক।

মামলাগুলো বাতিলের আবেদন করা হলে ২০১৬ সালের ১৮ মে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ দ্বিধাবিভক্ত রায় দেন। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য তৎকালীন প্রধান বিচারপতি কতৃক গঠিত একক বেঞ্চ মামলা বাতিলের আবেদন খারিজ করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply