ওষুধের দোকান বন্ধ থাকবে না, ডিএসসিসির সাথে আলোচনা করবো: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

ওষুধের দোকান বন্ধ থাকবে না। জরুরি সেবা হিসেবে ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাথে আলোচনা করা হবে, এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারি মেডিকেল কলেজের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা বিষয়ে আলোচনা শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জাহিদ মালেক বলেন, রাত ১২টায় ফার্মেসি বন্ধের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কোনো আলোচনা করেনি ডিএনসিসি। ফার্মেসি বন্ধের কোনো নির্দেশনাও মন্ত্রণালয় দেয়নি। জাহিদ মালেক বলেন, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ১ দিন ছুটি থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের সঙ্গে ডাক্তারদের ব্যবহার কেমন হবে, এ নিয়ে মেডিকেল শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকবে। প্রাইভেট মেডিকেলে আর সিট বাড়াতে চায় না সরকার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply