ওরা আরেকটি ১৫ আগস্ট ঘটানোর চেষ্টায় আছে: দীপু মনি

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

নির্বাচনকে ঘিরে যারা অপরাজনীতি করছে, তারা বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টির জন্য শিক্ষাঙ্গনকে বেছে নিচ্ছে। যা কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। কঠোরভাবে তাদের দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে প্রেসক্লাবে আইভি রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। বলেন, এটা প্রমাণিত ’৭১, ’৭৫, ২১ আগস্ট ও আগুন-সন্ত্রাসের ঘটনার জন্য একটি গোষ্ঠিই দায়ী। এরা আরেকটি ১৫ আগস্ট ঘটানোর চেষ্টায় আছে। তাই নেতাকর্মীদের সজাগ এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দীপু মনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ক্লাশে প্রত্যেক শিক্ষার্থীর প্রতি মনোযোগ দেয়ার পরিবেশ এখনও তৈরি হয়নি। সে সুযোগে শিক্ষার্থীরা যেন বৈষম্যের স্বীকার না হয় এবং কোচিং করতে তাদের যেন বাধ্য করা না হয় সেজন্য প্রস্তাবিত শিক্ষা আইনে তা নিষেধ করা হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply