পর্তুগালে দেখা মিললো বিরল আগুন টর্নেডো’র

|

ছবি: সংগৃহীত

পর্তুগালে দেখা গেলো বিরল আগুনের টর্নেডো। আলভাও ন্যাচারাল পার্কে দাবানলের পাশে বিশাল কুণ্ডলী পাকিয়ে তৈরি হতে যেতে দেখা যায় এ টর্নেডো।

প্রকৃতির ভয়ঙ্কর এ রূপ ধরা পড়ে একদল দমকল বাহিনীর ক্যামেরায়। বিশ্বের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে টর্নেডো দেখা গেলেও, আগুনের টর্নেডো খুবই বিরল।

সাধারণত, বনাঞ্চল বা মরুভূমির দাবানল থেকে এ টর্নেডোর তৈরি হয়। এ বছর নজিরবিহীন খরার কবলে গোটা ইউরোপ। দাবানলে পুড়ছে বিভিন্ন দেশের বিস্তীর্ণ এলাকা। কেবল স্পেন ও পর্তুগালেই সোয়া দুই লাখ একর এলাকা দাবানলে পুড়েছে। আয়তনের হিসেবে সবচেয়ে বেশি জায়গা পুড়েছে পর্তুগালের।

দ্য ডেইলি পর্তুগালের এক প্রতিবেদনে বলা হয়, সেন্ট্রাল পর্তুগালের ‘ছেড়া দ্য এস্ত্রেলা’ ন্যাশনাল পার্কসহ আশপাশের এলাকার দাবানল নিয়ন্ত্রণে আসতে না আসতেই নতুন করে দাবানলের কবলে পড়েছে গুরুত্বপূর্ণ দুই জেলা ভিলা রিয়েল ও ভিয়েনা দ্য কাশতেলোর বিস্তীর্ণ অঞ্চল।  

দুই হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মীর নিরলস চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এ দাবানল। এ ছাড়া চোখ রাঙাচ্ছে আলেনকার ও সান্তারাই অঞ্চলের দাবানল। 

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply