বিক্ষোভে উত্তাল চিলি

|

ছাত্র আন্দোলনে উত্তাল লাতিন দেশ চিলি। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দেশটির রাজধানী সান্তিয়াগোতে জমায়েত হয় শত শত শিক্ষার্থী। খবর রয়টার্সের।

মাধ্যমিক পর্যায়ের সরকারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে রাজপথে নামে ছাত্ররা। একই সাথে বিনামূল্যে যাতাযাত ব্যবস্থা, যৌনশিক্ষা বিষয়ক পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থা চালুর জন্য সরব ছিল আন্দোলনকারীরা। ব্যানার প্ল্যাকার্ড হাতে সড়ক অবরোধ করে মিছিল করে তারা। এসময় পুলিশি বাধার মুখে দুপক্ষের সংঘাত হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। ইট পাটকেল ছুঁড়ে প্রতিরোধ গড়ে তোলে ছাত্ররা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply