২৫ লক্ষ টাকাসহ বিমানবন্দরে আটক বেনাপোল কাস্টমস কর্মকর্তা

|

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল কাস্টমসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেন নগদ ২৫ লাখ টাকাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটক হয়েছেন। একটি বিশেষ গোয়েন্দা সংস্থা তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে রেখেছেন।

বেনাপোল কাস্টমস অফিসে কর্মরত একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী পরিমাণ টাকাসহ মুকুল হেসেন আটক হয়েছেন তা তিনি নিশ্চিত করতে পারেননি।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে মুকুল হোসেন ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। তার টাকা পাচারের তথ্য পেয়ে বিমানবন্দরে আগে থেকেই তার অপেক্ষায় থাকেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

জানা গেছে, সহকারী রাজস্ব কর্মকর্তা মুকুল হোসেন বেনাপোলে ওয়েব্রিজ স্কেলে কর্মরত ছিলেন। তার পৈত্রিক নিবাস টাঙ্গাইলে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply