পুতিনের পরামর্শে পরমাণু অস্ত্র বহনে সামরিক বিমানের সক্ষমতা বাড়িয়েছে বেলারুশ

|

ভ্লাদিমির পুতিন ও আলেক্সান্ডার লুকাশেঙ্কো। ছবি: সংগৃহীত

পরমাণু অস্ত্র বহনে সামরিক বিমানের সক্ষমতা বাড়িয়েছে রাশিয়ার ঘনিষ্ট মিত্র বেলারুশ। শুক্রবার (২৬ আগস্ট) স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।

বেলারুশ প্রেসিডেন্ট বলেন, আধুনিকায়ন হয়েছে এসইউ-টোয়েন্টি ফোর যুদ্ধবিমানের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার ভিত্তিতে নেয়া হয়েছে এ পদক্ষেপ।

মস্কোর ঘনিষ্ঠ মিত্র, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত বেলারুশের অবশ্য নিজস্ব পরমাণু অস্ত্র নেই। পোল্যান্ড হামলা চালাতে পারে এমন আশঙ্কায় সামরিক সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আগ্রাসন হলে কড়া জবাবের হুঁশিয়ারিও দিয়েছে মিনস্ক। ইউক্রেনে হামলার জন্য বেলারুশের ভূমি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে রুশ সেনাদের।

আরও পড়ুন: ট্রাম্পের বাড়িতে তল্লাশির হলফনামা প্রকাশ, জানা যেতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

সূত্র: আল জাজিরা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply