এশিয়া কাপ ২০২২: ৫ রানে ৩ উইকেট হারিয়ে বাজে শুরু শ্রীলঙ্কার

|

ছবি: সংগৃহীত

দুবাইয়ে অনুষ্ঠিত ২০২২ সালের এশিয়া কাপের প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়েছেন আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকী। ওভারের পঞ্চম ও শেষ বলে পরপর দুই উইকেট নেন ফজল। পরের ওভারের শেষ বলে আরও একটি উইকেট নেন আরেক পেসার নাভীন উল হক। ফলে ৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা।

প্রথম ওভারের পঞ্চম বলে ফজলের গুড লেন্থের ডেলিভারি আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে পরাস্ত হন শ্রীলঙ্কান ওপেনার কুশল মেন্ডিস। ব্যাটের ভেতরের কানায় লেগে বল গিয়ে আঘাত করে তার পেছনের পায়ে। প্রথমে আউট দেননি আম্পায়ার। তৎক্ষণাৎ রিভিউয়ের আবেদন করেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।

এর পরের বলে আবারও লঙ্কান দুর্গে আঘাত হানেন ফজল। ওয়ান ডাউনে নামা আসালঙ্কা বুঝতেই পারেননি ফজলের ডেলিভারি। এবার ব্যাটের ভেতরের কানায় লেগে বল আঘাত হানে আসালঙ্কার ফ্রন্ট প্যাডে।

ইনিংসের দ্বিতীয় ওভারে এসে আঘাত হানেন নাভীন উল হক। এবার ফিরে যান আরেক লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply