সাত লাখ পাউন্ডে বিক্রি হলো প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত গাড়ি

|

ছবি: সংগৃহীত।

মৃত্যুর পরও যে প্রিন্সেস ডায়ানার জনপ্রিয়তা সামান্যতমও কমেনি তার প্রমাণ মেলে বারবার। এখনও মানুষের মনে জীবন্ত আছেন তিনি। এর প্রমাণ পাওয়া গেলো আরও একবার। আগামী ৩১ আগস্ট ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী। এর আগেই শনিবার (২৭ আগস্ট) তার ব্যবহৃত একটি গাড়ি নিলামে তুলেছে যুক্তরাজ্যের ওয়ার্কশায়ারের নিলামকারী প্রতিষ্ঠান সিলভারস্টোন অকশন। এরই মধ্যে এক ক্রেতা ৭ লাখ ৬৪ হাজার পাউন্ডে কিনে নিয়েছেন কালো রঙের ফোর্ড এসকর্ট আরএস টার্বো সিরিজ ১ গাড়িটি। খবর ওয়াশিংটন পোস্টের।

১৯৮৫ সালের আগস্ট মাস থেকে প্রায় তিন বছর ধরে প্রিন্সেস ডায়ানা ব্যবহার করেছেন গাড়িটি। বিশেষ ওই গাড়িটির সঙ্গে চেলসি ও কেনসিংটনে ছবিও তুলেছেন তিনি। ডায়ানার প্রতি মানুষের ভালোবাসা এখনো অক্ষুণ্ণ থাকায় গাড়িটি নিলামে ওঠার সাথে সাথেই হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা।

এ নিয়ে নিলামকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, গাড়িটির প্রতি মানুষের ব্যাপক আগ্রহ ছিল। ১২ বছরে তাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বেশিসংখ্যক টেলিফোন বিড পেয়েছে ডায়ানার এই গাড়িটি। নিলামের বিডিং এক লাখ পাউন্ড থেকে শুরু হয় এবং খুব দ্রুত দুবাইসহ বেশ কিছু অঞ্চলের ক্রেতাদের মধ্যে একটি প্রতিযোগিতা শুরু হয়ে যায় গাড়িটি কেনার জন্য।

প্রসঙ্গত, বিক্রিত এ গাড়িটির মূল রং ছিল সাদা। তবে ডায়ানার ইচ্ছায় সেটি কালো রং করা হয়েছিল। ২০২১ সালের জুনে ডায়ানার ব্যবহৃত আরও একটি ফোর্ড এসকর্ট গাড়ি নিলামে বিক্রি হয়। ওই সময় নিলামে গাড়িটির দাম ওঠে ৫২ হাজার পাউন্ড।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply