দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের অবস্থান স্পষ্ট: আইনমন্ত্রী

|

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন নয়; মিশেল ব্যাচেলেটের এমন বক্তব্যের মাধ্যমে জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (২৮ আগস্ট) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটরিয়ামে বঙ্গবন্ধুর দর্শন-শীর্ষক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, যেসব সংস্থা ও ব্যক্তিরা দেশে মানবাধিকার পরিস্থিতি ঠিক নেই বলে অভিযোগ করেন, তাদের সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ প্রমাণ করে বর্তমান সরকার গণতন্ত্র ও সমতায় বিশ্বাস করে।

সম্প্রতি জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও সেখানে বাংলাদেশের নাম নেই বলে এ সময় উল্লেখ করেন আনিসুল হক।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply