সিরাজগঞ্জে সারের দাম বেশি রাখায় তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

|

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ সদর উপজেলায় ইউরিয়া সারের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেয়ায় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সময়ে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে আরও দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সোমবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাগবাটি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, সদর উপজেলার বাগবাটি বাজারে ইউরিয়া সারের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেয়া হচ্ছে এমন অভিযোগে সোমবার দুপুরে বাগবাটি বাজারে অভিযান চালানো হয়। এ সময় আমানত আলী ট্রেডার্সকে ইউরিয়া সারের দাম কেজি প্রতি দশ টাকা বেশি নিতে দেখা যায়। ঐ প্রতিষ্ঠানটি সারের কৃত্তিম সংকট সৃষ্টি করছিল, এই অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা করা হয়। 

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি আরও জানান, একই বাজারে ডিজেল ও গ্যাস অবৈধভাবে গুদামজাত করায় জহিরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মোয়াজ্জেম হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply