পর্যায়ক্রমে দেশের সকল উপজেলা হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করা হবে। একইসঙ্গে জরুরি জনবল ঘাটতি দ্রুত পূরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (২৯ আগস্ট) বিকেলে সংসদের ১৯তম অধিবেশনে প্রশ্নত্তোর পর্বে তিনি এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চাপাইনবাবাগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ অভিযোগ করেন, স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনার কারণে দেশের রোগীরা পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যাচ্ছেন। চিকিৎসার জন্য কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে ভারতে।
উত্তরে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, বিএনপির আমলের চেয়ে বর্তমান সরকার দ্বিগুণেরও বেশি হাসপাতাল তৈরি করেছে।
/এমএন
Leave a reply