রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘লুকওয়েল’ এর চেয়ারম্যান ও পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাভিল ম্যাগানভ (৬৭) এর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খবর বিবিসির।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) মারা যান প্রভাবশালী এ রুশ ব্যবসায়ী। হাসপাতালের জানালা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি একপক্ষের। তবে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগও উঠেছে।
বেশকিছুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাভিল ম্যাগানভ। ১৯৯৩ সাল থেকে লুকওয়েল এর সাথে যুক্ত ছিলেন ম্যাগানভ। ২০২০ সালে কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন তিনি।
/এসএইচ
Leave a reply