চীনের চেংডুতে নতুন করে ছড়িয়েছে করোনা, লকডাউন

|

ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে এবার নতুন করে চেংডু শহরে লকডাউন জারি করেছে চীন প্রশাসন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) আরোপ করা হয় এ বিধিনিষেধ। খবর বিবিসির।

জানা গেছে, এদিনও শহরটিতে গণ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন দুই শতাধিক বাসিন্দা। মহামারি নিয়ন্ত্রণে জিরো কোভিড নীতির আওতায় আরোপ করা হলো এ কড়াকড়ি। তবে বিধিনিষেধ কতোদিন জারি থাকবে তা নিয়ে নিশ্চিতভাবে কোনো ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ।

এ সময় শহরটির ২ কোটির বেশি বাসিন্দাকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হবার নির্দেশনা দিয়েছে প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় প্রতি পরিবার থেকে একজনের মিলবে অনুমতি। এছাড়াও লকডাউন চলাকালে অন্য প্রদেশের বাসিন্দাদের চেংডু শহরে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাতিল হয়েছে সব ফ্লাইট।

প্রসঙ্গত, সম্প্রতি ফের করোনা সংক্রমণ বাড়ায় একের পর এক শহরে লকডাউন জারি করছে চীনা সরকার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply