দ্বিতীয় দফায় নাসার আর্টেমিস-১ উৎক্ষেপণ আজ

|

ছবি: সংগৃহীত।

যান্ত্রিক ত্রুটির কারণে নাসার আর্টেমিস-১ চন্দ্রাভিযানের প্রথম অভিযান বাতিল করা হয় সোমবার (২৯ আগস্ট)। তবে দ্বিতীয় দফায় উৎক্ষেপণের জন্য প্রস্তুত হচ্ছে এযাবতকালের সবচেয়ে শক্তিশালী রকেট। নাসার ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বলা হয়েছে, ফ্লোরিডার স্থানীয় সময় শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় শুরু হবে রকেট উৎক্ষেপণের প্রক্রিয়া। পূর্বনির্ধারিত বিকল্প তারিখ অনুযায়ী, ৩ সেপ্টেম্বর ফের আর্টেমিস উৎক্ষেপণ মিশন শুরুর ঘোষণা দেয়া হয়। সে অনুযায়ী শনিবার পুরো দমে শুরু হয়েছে প্রস্তুতি।

আর্টেমিস-১ মিশনের মাধ্যমে ৫ দশকেরও বেশি সময় পর আবারও চাঁদের বুকে মানুষ পাঠানোর মিশন শুরু করেছে সংস্থাটি। তিন ধাপের মিশনের প্রথমটিতে ছয় সপ্তাহ মহাশূন্যে থাকবে রকেট। আগামী বছর হবে আর্টেমিস-টু মিশন। সফল হলে তৃতীয় ধাপে, ২০২৫ সালে চাঁদের বুকে নামবে মানুষ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply