পালিয়ে যাওয়ার দু’মাস পর শ্রীলঙ্কায় ফিরলেন গোতাবায়া

|

গোতাবায়া রাজাপাকসে। ছবি: সংগৃহীত।

গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়ার প্রায় দুইমাস পর শ্রীলঙ্কায় ফিরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। স্থানীয় সময় শনিবার (৩ সেপ্টেম্বর) ভোরে থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কায় আসেন তিনি। খবর আল জাজিরার।

জানা গেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানী কলম্বোতে খুব ভোরে অবতরণ করেন ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ। শ্রীলঙ্কার কয়েকজন মন্ত্রী বিমানবন্দরে গোতাবায়ার সঙ্গে দেখা করেছেন বলেও জানা গেছে।

শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সংকট ঘিরে শুরু হওয়া গণবিক্ষোভের জেরে গত ১৩ জুলাই দেশ ছাড়েন গোতাবায়া। সামরিক বাহিনীর সহযোগিতায় দেশ ছেড়ে পালান তিনি। প্রথমে মালদ্বীপ এবং এরপর সেখান থেকে সিঙ্গাপুরে যান গোতাবায়া।

এরআগে, শুক্রবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, কার্যত একজন কারাবন্দির মতো গোতাবায়া থাইল্যান্ডের হোটেলে অবস্থান করছেন। তিনি দেশে ফিরতে আগ্রহী। শ্রীলঙ্কার সংবিধানে সাবেক প্রেসিডেন্টদের সরকারিভাবে বাড়ি, গাড়ি ও দেহরক্ষীর সুবিধা দেয়ার কথা বলা আছে বলেও উল্লেখ করেন ওই প্রতিরক্ষা কর্মকর্তা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply