জার্মানিতে পাইলটদের ধর্মঘট; বিপাকে লক্ষাধিক যাত্রী

|

বেতন বাড়ানোর দাবিতে পাইলটদের ধর্মঘটের জেরে জার্মানিতে বিমান চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) বাতিল করা হয় কমপক্ষে আটশ ফ্লাইট। খবর এপি’র।

এতে চরম ভোগান্তিতে পড়েন প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রী। এর আগে গত বৃহস্পতিবার বেতন বাড়ানোর আলোচনায় ব্যর্থ হন দেশটির সবচেয়ে বড় এয়ারলাইন লুফথহানসার পাইলটরা। ঘোষণা দেন ২৪ ঘণ্টা কর্মবিরতির। এই সিদ্ধান্তের ফলে বন্ধ থাকে সমস্ত বিমান চলাচল। বিঘ্নিত হয় যাত্রী ও পণ্য পরিবহন সেবা।

লুফথহানসা এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সমস্যা সমাধানে পাইলটদের সাথে আলোচনা চালাচ্ছেন তারা। গ্রীষ্মকালীন ছুটি চলায় বিমানবন্দরে বিদেশগামী যাত্রী ও পর্যটকদের বাড়তি চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে বিক্ষোভ তুলে না নিলে চরম বিপাকে পড়বে বিমান ব্যবস্থা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply