প্রতিকূলতার মধ্যেও বাড়ছে রফতানি আয়

|

নানা প্রতিকূলতার মধ্যেও বাড়ছে রফতানি আয়। চলতি অর্থবছরের দ্বিতীয় মাস জুলাইয়ে রফতানি হয়েছে ৪৬১ কোটি ডলারের পণ্য। যা গেল অর্থবছরের একই মাসের তুলনায় ৩৬ ভাগ বেশি।

রফতানি উন্নয়ন ব্যুরো, ইপিবির তথ্য বলছে, জুলাই মাসে যে রফতানি আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয় তার চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ ভাগ। চলতি অর্থবছরের দুই মাস জুন ও জুলাই মাসে রফতানি বেড়েছে ২৫ ভাগ। গেল দুই মাসে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ৮৫৯ কোটি ডলার।

এর মধ্যে ৭১২ কোটি ডলার এসেছে তৈরি পোশাক খাত থেকে। এই খাতের রফতানি বেড়েছে ২৬ ভাগ। আর একক মাস হিসেবে আগস্টে পোশাক খাত থেকে রফতানি আয় এসেছে ৩৭৪ কোটি ডলার। জুলাই মাসে যা ছিল ৩৩৭ কোটি ডলার। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ২৮ ভাগ। অন্যদিকে কিছু পণ্যের রফতানি কমেছে।

তথ্য বলছে, জুলাই এবং আগস্ট মাসে কৃষি পণ্যের রফতানি কমেছে ১৪ ভাগ। হিমায়িত ও জীবন্ত মাছ রফতানি কমেছে ৭ ভাগ। ওষুধ রফতানি কমেছে ২৫ ভাগ। রাসায়নিক পণ্যের রফতানি কমেছে ৩০ ভাগ। গেল অর্থবছরে রেকর্ড ৫২ বিলিয়ন ডলারের রফতানি আয় হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply