হ্যাপি বার্থডে ফ্রেডি

|

ফ্রেডি মার্কারি (১৯৪৫-১৯৯১)

রক সংগীতের এক অসাধারণ তারকা ছিলেন ফ্রেডি মার্কারি৷ তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, গীতিকার, সুরকার, ও গায়ক৷ নানা ধারার রক সংগীত, হেভি মেটাল, গসপেল, ডিস্কো এবং আরও বহু ধারায় সঙ্গীত রচনা করেছেন তিনি। গত শতাব্দীর ৭০ ও ৮০র দশকে ‘কুইন’ ব্যান্ডের হয়ে সারা বিশ্বে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। বহুমুখী প্রতিভার অধিকারী এ তারকার জন্মদিন আজ।

কাপড়ের দোকানে চাকরি থেকে শুরু করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে লাগেজ ওঠানো-নামানোর কাজ করতেন তিনি। সেই চরম দারিদ্র থেকে আজ তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফ্রেডি মার্কারি। তাঁর জন্ম ১৯৪৬ সালের পাঁচ সেপ্টেম্বর, পূর্ব আফ্রিকার জানজিবারে, এক ভারতীয় পার্সি পরিবারে৷ তার আসল নাম ফাররোখ বুলজারা৷

মাত্র ৮ বছর বয়সে বাবার পেশার সূত্রে যান ভারতে, বোম্বের কিছু দূরে পাঞ্চগানি শহরে৷ ইংরেজি বোর্ডিং স্কুলে শুরু করেন লেখাপড়া৷ সেখানেই তালিম নেন পিয়ানোর এবং যোগ দেন স্কুলের কোরাস দলে৷ ১৭ বছর বয়সে পরিবারের সাথে লন্ডনে পাড়ি জমান ফ্রেডি৷

লন্ডনে তিনি চাকরি শুরু করেন একটি কাপড়ের দোকানে। এর পাশাপাশি তখন বেশ কিছু ব্যান্ডের সাথেও কাজ করতেন। পরে ১৯৭০ সালে বন্ধু রজার টেইলর ও ব্রায়ান মে এর ব্যান্ড ‘স্মাইল’-এ ভোকালের প্রয়োজন হলে ফ্রেডি তাদের ব্যান্ডে যোগ দেন। এই ব্যান্ডের নামই পরবর্তীতে হয়ে যায় ‘কুইন’। ১৯৭১ সালে বেসিস্ট জন ডিকন যোগ দেন কুইনে। এ সময়ই তার লাস্ট নেম ‘বুলজারা’ ছেড়ে নামের শেষে মার্কারি যোগ করেন ফ্রেডি৷

১৯৭৩ সালে কুইনের প্রথম অ্যালবাম ‘কুইন’ রিলিজ পায়। তবে ১৯৭৫ সালে তাদের চতুর্থ অ্যালবাম ‘আ নাইট ইন অপেরা’র গান ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ তৈরি করে ইতিহাস। এক বছরের মধ্যে প্রায় ১০ লক্ষ কপি বিক্রি হয় গানটির। প্রকাশ হওয়ার পর থেকে টানা নয় সপ্তাহ ইংল্যান্ডের টপচার্টে ছিল বোহেমিয়ান র‍্যাপসোডি। বিংশ শতাব্দীর সর্বোচ্চ ডাউনলোড হওয়া গানও এটি।

ব্রিটিশ সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য ১৯৯০ সালে সম্মানজনক ব্রিট অ্যাওয়ার্ড পায় কুইন। ২০০১ সালে হল অভ ফেমেও স্থান করে নেয় ব্যান্ডটি। ২০১৮ সালে গ্র্যামির লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান তারা। কুইন ছাড়াও একক সংগীত শিল্পী হিসেবে বহু খ্যাতিমান শিল্পীর সাথে কনসার্টে গান পরিবেশন করেন ফ্রেডি৷ এর মধ্যে উল্লেখযোগ্য হলেন, স্পেনের বিখ্যাত অপেরা সংগীত তারকা মোনসেরাত কাবাইয়ে৷

১৯৯১ সালে ২৪ নভেম্বর মাত্র পয়তাল্লিশ বছর বয়সে লন্ডনে এইডসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ অসাধারণ রক তারকা৷ মৃত্যুর আগের দিন পর্যন্ত গান গেয়েছেন ফ্রেডি৷ তার মৃত্যুর পর ব্যান্ডের বাকি সদস্যরা এবং জিম হাটন মিলে প্রতিষ্ঠা করেন ‘দ্য মার্কারি ফিনিক্স ট্রাস্ট’। যার মাধ্যমে অর্জিত অর্থ এইডস আক্রান্ত রোগীদের সহায়তায় ব্যয় করা হয়।

বর্তমানে অ্যাডাম লাম্বার্টকে ভোকাল হিসেবে নিয়ে বিভিন্ন দেশে সফর করে বেড়াচ্ছে কুইন। ২০১৮ সালে ব্রায়ান সিঙ্গারের পরিচালনায় ফ্রেডির জীবনী নিয়ে তৈরি হয় সিনেমা ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’। যেটি জিতে নেয় চারটি অস্কারসহ অন্যান্য পুরস্কার। ফ্রেডি মার্কারির চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার অস্কার জয় করে নেন রামি মালিক।

কুইনের পুরো যাত্রা কোনো রূপকথার থেকে কম নয়। আজ সেই রূপকথার নায়ক ফ্রেডি মার্কারির জন্মদিন। জনপ্রিয় এ সঙ্গীতশিল্পীর জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপী বার্থডে ফ্রেডি।

/এসএইচ    


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply