দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশে যা বললেন রাহুল গান্ধি

|

রামলীলা ময়দানে বক্তব্যরত রাহুল গান্ধি।

বেকারত্ব, বর্ধিত করারোপ এবং দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে কংগ্রেস। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

রোববার (৪ সেপ্টেম্বর) রামলীলা ময়দানে আয়োজিত এ সমাবেশে অংশ নেন রাহুল গান্ধিসহ কংগ্রেসের সিনিয়র নেতারা। দিল্লি ছাড়াও হরিয়ানা এবং উত্তর প্রদেশ থেকেও কংগ্রেস নেতারা কর্মীরা অংশ নেন এই সমাবেশে।

সমাবেশে কেন্দ্রের ক্ষমতাসীনদের প্রতি ক্ষোভ জানিয়ে রাহুল গান্ধি বলেন, ভারতের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে বিজেপি। বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। এর পাশাপাশি বিরোধী দলগুলোর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগও করেন রাহুল।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের মাঝে ভয় বাড়ছে। বেকারত্ব, দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি আর অপশাসনের কারণে মানুষ ভীত। আমাদের লড়াই, সমাবেশ সেই অপশাসনের বিরুদ্ধে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply