কাবুলে রুশ দূতাবাসের সামনে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ৬

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের সামনে চালানো হয়েছে আত্মঘাতী হামলা। এ ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ৬ জনের। সোমবারের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। হামলার দায় স্বীকার করেছে আইএস। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নিহতদের মধ্যে দু’জন রুশ দূতাবাসের কর্মী বলে নিশ্চিত করেছে মস্কো। এদের একজন কূটনীতিক ও অপরজন নিরাপত্তা রক্ষী। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দূতাবাসের সামনেই ঘটে বোমা বিস্ফোরণ। কনস্যুলার সেকশনের প্রবেশমুখে হামলাকারী পৌঁছে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তারক্ষীরা।

গত বছর আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর এই প্রথম বিদেশি কোনো মিশনে হামলার ঘটনা হলো আফগানিস্তানে। এ ঘটনার পর জোরদার করা হয়েছে ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা। গত সপ্তাহে দেশটির পশ্চিমাঞ্চলে একটি বড় মসজিদে হামলায় প্রাণ যায় প্রভাবশালী ইমামসহ ১৮ জনের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply