শাদাবের ব্যাটে ঘুরে দাঁড়ালো পাকিস্তান

|

ছবি: সংগৃহীত

সুপার ফোরের চতুর্থ ম্যাচে আফগানিস্তানের দেয়া ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে একপর্যায়ে ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছিলো পাকিস্তান। সেখান থেকে শাদাব খানের পাল্টা আক্রমণে এখন জয়ের অনেকটাই কাছে পাকবাহিনী।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই গোল্ডেন ডাক মেরে বিদায় নিয়েছেন আসরজুড়ে ব্যর্থ বাবর আজম। আফগান পেসার ফজল হক ফারুকির করা ইনিংসের দ্বিতীয় বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন পাকিস্তান অধিনায়ক।

চতুর্থ ওভারের প্রথম বলে দলীয় ১৮ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। স্পিনার মুজিব উর রহমানের ওভারে বিদায় নেন ফখর জামান। নাজিবউল্লাহ জাদরানের থ্রুতে রান আউটের ফাঁদে পড়েন তিনি।

এরপর চারে নামা ইফতিখার আহমেদকে সাথে নিয়ে দারুণ ব্যাটিংয়ে সহজ জয়ের ইঙ্গিত দিচ্ছিলেন রিজওয়ান। তবে দলীয় ৪৫ রানের মাথায় রশিদ খানের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন রিজওয়ান। ২৬ বলে ২০ রান করেন তিনি।

৮ ওভার ৪ বলে ৪৫ রানের মধ্যেই ৩ উইকেট পড়ে যাওয়ায় জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলো আফগানরা। তবে সেখান থেকে পাল্টা আক্রমণ শুরু করেন শাদাব খান। ইফতিখারকে নিয়ে গড়েন ৪২ রানের জুটি। ইফতিখার ৩০ রান করে বিদায় নিলেও ২৪ বলে ৩০ রান করে অপরাজিত আছেন শাদাব। শেখ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯১ রান।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply