স্টাফ করেসপনডেন্ট, গোপালগঞ্জ:
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ভগেুর (স্কেবেটর) সাথে ঢাকাগামী দিগন্ত পরিবহণের যাত্রীবাহী বাসের সাথে সংর্ঘষে ঘটনাস্থলে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাটের কাটাখালী থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাস ঘটনাস্থলে আসলে রাস্তার ওপর দাড়িয়ে থাকা স্কেবেটরের সাথে সংঘর্ষে বাসটি দুমড়ে মুচড়ে যায়।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। পরিচয়প্রাপ্ত বাচ্চু মোল্লা (৫০) দুর্ঘটনার শিকার দিগন্ত পরিবহনের চালক। তার বাড়ি খুলনা জেলায়। অপর নিহতের পরিচয় পাওয়া যাযনি।
আহতদের মধ্যে ৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৪ কিলোমিটার এলাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে রাত ১২টার দিকে পুনরায় যান চলাচল শুরু হয়।
এটিএম/
Leave a reply