ক্রাইমিয়ার বিমানঘাঁটিতে বিস্ফোরণের দায় স্বীকার করলো ইউক্রেন

|

ছবি: সংগৃহীত

ক্রাইমিয়ার স্যাকি বিমানঘাঁটিতে সিরিজ বিস্ফোরণের দায় স্বীকার করলো ইউক্রেন। প্রায় একমাস কারা হামলা চালিয়েছে- এই অনিশ্চয়তার পর এলো স্বীকারোক্তি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইউক্রেনের নিজস্ব সংবাদ সংস্থা ইউক্রিনফর্মে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান শীর্ষ কমান্ডার ভ্যালেরি জালুঝিনি। বলেন, ইউক্রেনের ছোড়া রকেট ক্রাইমিয়ার বহু সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। যার অন্যতম স্যাকি বিমানঘাঁটি। তার দাবি- ৯ আগস্টের ওই হামলায় রাশিয়ার অন্তত ১০টি বিমান অকেজো হয়ে পরে। এর মাধ্যমে রুশ সেনাবহরের সক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে ইউক্রেন। কিন্তু বিমানঘাঁটির বিস্ফোরণ নিয়ে এতদিন চলছিল লুকোছাপা।

এদিকে, রাশিয়াও একে হামলা আখ্যা দিতে নারাজ ছিল। তারা জানায়, এটি নাশকতার চেষ্টা। অন্যদিকে, রুশ সেনাদের সিগারেটের আগুন থেকেই স্পর্শকাতর এলাকায় বিস্ফোরণ ঘটেছে- এমনটা বলেছিল কিয়েভ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply