কোনো সিন্ডিকেট থাকবে না জনশক্তি রফতানিতে, লাইসেন্স যার ব্যবসা তার: বায়রার নতুন সভাপতি

|

জনশক্তি রফতানিতে কোনো সিন্ডিকেট থাকবে না, লাইসেন্স যার ব্যবসা তার। নির্বাচনে দেয়া এমন ঘোষণার বাস্তবায়ন করা হবে। দায়িত্ব নিয়ে এসব কথা বলেন জনশক্তি রফতানি কারকদের সংগঠন বায়রার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল বাশার।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের নিজ কার্যালয়ের দায়িত্ব বুঝে নেয় নব নির্বাচিত কমিটি। এসময় নবনির্বাচিত সভাপতি আরও বলেন, বায়রাকে আন্তর্জাতিক মানের সংগঠনে পরিণত হবে। মর্যাদার সাথে এ খাতের ব্যবসায়ীরা যেন ব্যবসা করতে পারে তা নিশ্চিত করা হবে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর বায়রার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সম্মিলিত ঐক্যপরিষদ ২৭টি পদের মধ্যে ২৩টি জয় লাভ করে। আর ৪টি পদে জয় পায় গণতান্ত্রিক পরিষদ।

পরের দিন সংগঠনের নিজ কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের মনোনয়নে আবুল বাশার সভাপতি এবং শামীম আহমেদ চৌধুরী নোমান মহাসচিব নির্বাচিত হন। দুই বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply