হারার পর পাক সমর্থকদের ওপর আফগান সমর্থকদের হামলা (ভিডিও)

|

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় হার মেনে নিতে পারেননি আফগান সমর্থকরা। মাঠেই চেয়ার উপড়ে পাকিস্তানি সমর্থকদের ওপর হামলা করেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটি নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে দুই দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যেও। হামলার এই ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। লিখেছেন, খেলায় এগিয়ে যেতে হলে ভক্ত এবং খেলোয়ারদের কিছু জিনিস শিখতে হবে।

শোয়েব আখতারের সেই টুইটের রিপ্লাই দিয়েছেন আফগান বোর্ডের সাবেক প্রধান নির্বাহী শফিক স্টানিকজাই। লিখেছেন, কোনো মন্তব্যে জাতিকে না জড়াতে।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে আফগানিস্তান ও দ. আফ্রিকার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ

প্রসঙ্গত, সুপার ফোরে আফগানিস্তানকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ উইকেটে হারিয়েছে পাকিস্তান। শেষ ওভারে ১১ রান দরকার ছিল পাকিস্তানের। হাতে ছিল ১ উইকেট। তবে প্রথম দুই বলেই দুই ছক্কা মেরে দলকে ম্যাচ জেতান নাসিম শাহ। ওই ম্যাচের মাধ্যমেই ফাইনালে উঠে গেছে পাকিস্তান। আর, আসর থেকে ছিঁটকে যায় আফগানিস্তান।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply