‘মুক্তিযুদ্ধের চেতনা শুধু বক্তব্য দিয়ে নয়, কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে’

|

মুক্তিযুদ্ধের চেতনা শুধু বক্তব্য দিয়ে নয়, কাজের মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মেনন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা হলো, দরিদ্র কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণ। কিন্তু তাদের কতোটুকু উপকার হচ্ছে তা নিয়ে কাজ করতে হবে। শুধু পতাকা-মানচিত্র বদলালেই চেতনা প্রতিষ্ঠিত হবে না।

এ সময় মেনন বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রমাণ করেছে সাম্রাজ্যবাদের উত্থান কতোটা প্রকট। এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত বহন করে। অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর হোসেনর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply