ফাইনালে গুরুত্বপূর্ণ টস জিতলো পাকিস্তান, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

|

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে টস জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম অনুমিতভাবেই ব্যাট করতে পাঠিয়েছেন শ্রীলঙ্কাকে। আর আসরের প্রথম ম্যাচে টস হেরে ম্যাচও হেরেছিল লঙ্কানরা। এরপর সবক’টি ম্যাচে টস জিতে ম্যাচেও জেতে দাসুন শানাকার দল। সেই ধারায় ছেদ পড়লো ফাইনালে।

টস জিতে বাবর আজম বলেন, আমাদের আত্মবিশ্বাস আছে। দল হিসেবেই আমরা চ্যাম্পিয়ন হতে চাই। প্রতি ম্যাচেই আমরা একজন করে নতুন ম্যাচ সেরা খেলোয়াড় পেয়েছি। এখন কোনো ইনজুরি সমস্যা নেই দলে। উসমান কাদির এবং হাসান আলীর জায়গায় একাদশে এসেছেন শাদাব খান ও নাসিম শাহ।

দাসুন শানাকা বলেন, টস জিতলে আমরাও বলই করতাম। তবে ফাইনালে শুরুতে ন্যাট করতে পেরেও খুশি আমরা। আমরা অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছি।

দুই দলের একাদশ

পাকিস্তান
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।

শ্রীলঙ্কা
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা ও প্রমোদ মাধুসান।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply