সৌদি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অলৌকিকভাবে বেঁচে গেছে। পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় একটি পাখি বিমানের ইঞ্জিনে আঘাত করে। তবে বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই রক্ষা পেয়েছে বিমানটি।
সৌদি গেজেট’র এক প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ এই ঘটনা ঘটেছে শুক্রবার (৯ সেপ্টেম্বর)। এদিন বোয়িং ৩৩০ ফ্লাইটটি যাত্রী নিয়ে জেদ্দা থেকে পাকিস্তান যাচ্ছিল। বিমানের ইঞ্জিনে পাখি আঘাত করলেও ফ্লাইটটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন পাইলট।।
সৌদি এয়ারলাইন্সের মুখপাত্র বলেছেন, যাত্রীবাহী ফ্লাইটের ১ নম্বর ইঞ্জিনে একটি পাখি আঘাত করে। বিমানটি সাময়িকভাবে গ্রাউন্ড করা হয়। বিমানটি মেরামত শুরু করেন ইঞ্জিনিয়ারিং কর্মীরা। এজন্য ওই বিমান দিয়ে রিটার্ন ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। তাই করাচি থেকে জেদ্দার পরবর্তী ফ্লাইট বাতিল করা হয়।
/এনএএস
Leave a reply