পাপুয়া নিউগিনিতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন কমপক্ষে পাঁচজন। রোববারের (১১ সেপ্টেম্বর) প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবন ও স্থাপনা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা, ইউএসজিএসের তথ্য অনুসারে, দ্বীপরাষ্ট্রের পূর্বাঞ্চলে অনুভূত হয় কম্পন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাইনান্তু শহর। ভূভাগের ৬১ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস।
পার্লামেন্টের বিবৃতিতে জানানো হয়, দুর্গম পার্বত্য এলাকায় প্রাণ হারিয়েছে কমপক্ষে দুজন। হেলিকপ্টারের মাধ্যমে গুরুতর আহত চারজনকে সরানো হয় স্থানীয় হাসপাতালে। এদিকে ভয়াবহ কম্পনে অঞ্চলটির খনিতে মাটিচাপা পড়ে মৃত্যুবরণ করেন তিন শ্রমিক।
আফটার শক বা অনুকম্পনের আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। ২০১৮ সালে সিরিজ ভূমিকম্পে দেশটিতে প্রাণ হারান দেড় শতাধিক মানুষ।
/এডব্লিউ
Leave a reply