ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের দুটি রাজ্য। গেলো কয়েকদিন ধরে জ্বলতে থাকা ক্যালিফোর্নিয়ার আগুন নতুনভাবে ছড়িয়েছে অরেগন রাজ্যে।
অরেগন কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, রোববার (১১ সেপ্টেম্বর) প্রায় ৮৬ হাজার একর এলাকা দাবানলে পুড়েছে, হুমকিতে দুই শতাধিক ঘরবাড়ি ও শত শত বাণিজ্যিক কাঠামো। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। তবে এখনও নাগালের বাইরে পরিস্থিতি। অরেগন গভর্নর কেট ব্রাউন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরানো হয়েছে ঝুঁকিতে থাকা ১১ হাজার বাসিন্দাকে। ধ্বংস হয়েছে প্রায় ৬ হাজার ঘরবাড়ি ও স্থাপনা। গেলো শনিবার ক্যালিফোর্নিয়ায় মৌসুমী ঝড়-বৃষ্টি হলেও কমেনি দাবানল। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, শুষ্ক আবহাওয়া এবং বাতাসের গতিবেগ বেশি থাকায় দাবানল নিয়ন্ত্রণে আনা কষ্টকর।
/এডব্লিউ
Leave a reply