অভিবাসী শিশুদের আশ্রয়কেন্দ্রে খাঁচা বন্দি করা নিয়ে সমালোচনার জবাবে উল্টো ক্ষোভ ঝেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে শরণার্থী শিবিরে পরিণত হতে দেবে না তার সরকার।
আপাতদৃষ্টিতে অমানবিক মনে হলেও, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় কঠোর হওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি
এবিষয়ে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, “যুক্তরাষ্ট্র কোনো শরণার্থী শিবির নয়। শিশুদের পরিবার থেকে আলাদা রাখা সুখকর নয়। কিন্তু বাধ্য হয়েই এমনটি করতে হচ্ছে আমাদের। আশা করছি শিগগিরই এ সমস্যার সমাধান হবে। তবে আজ কঠোর না হলে কাল আমাদের অবস্থাও ইউরোপের মতো হবে। নিজেদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য।”
Leave a reply